আগের তিন বিশ্বকাপেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০১০ আসরে ইতালি, ২০১৪ আসরে স্পেন ও ২০১৮ আসরে হতাশার পোস্টার হয়েছিল জার্মানি। এবার গ্রুপসেরা হয়ে সেই গেরো খুলেছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ পর্যন্ত ফাইনালে থামে ফ্রান্সের স্বপ্নযাত্রা।