মেসিদের মোদির শুভেচ্ছা : আর্জেন্টিনার জয়ের পর শুভেচ্ছাবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি এক টুইটে বলেন, এটা ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত। টুইটটি তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে ট্যাগ করেন।