স্পেনের দুই গোলরক্ষক পেপে রেইনা ও ভিক্তর ভলদেস এবং ডিফেন্ডার রাউল আলবিত্তল দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপাজয়ী স্পেন দলের সদস্য ছিলেন। কিন্তু স্পেন দলের কোচ ভিসেন্তে ডেল বস্ক তিনজনের কাউকেই একটিবারের জন্যও মাঠে নামাননি।