মুখে হাসি নিয়েই এই প্রশ্নের জবাব দেবেন না বলে জানিয়ে দেন অভিনেতা। বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এটি এখন অতীত। তবে তরুণদের জন্য কিছু উপদেশ রয়েছে আমার। যারা আমার সাক্ষাৎকার দেখছেন, একটা জিনিস মাথায় রাখবেন— আপনি যদি সত্যিই আপনার কাজের প্রতি মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি এটিকে নিজের একশভাগ দিয়ে থাকেন, তবে আমার একমাত্র উপদেশ হলো যে— খেয়াল রাখবেন আপনার পেশাদারিত্বের ওপর; আপনার প্রতিভার ওপর যেন কেউ আক্রমণ করতে না পারে। কারণ এটা কাজের প্রতি আপনার ফোকাসকে নষ্ট করবে।