দেবের বাবা গুরুপদ অধিকারীর মুম্বাইতে ক্যাটারিংয়ের ব্যবসা। মুম্বাইতে আগে থেকেই কাজ করতেন তারাপদ বাবু। দেবের চাচার সাহায্যেই অভিনেতার বাবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং ব্যবসার শুরু। এবং তিনি সফল ব্যবসায়ী হন।