নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।
এদিকে লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হয়েছে ফাইনাল। তার আগে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে বলিউড তারকা নোরা ফাতেহি ‘লাইট দ্য স্কাই’ গানে নেচে দর্শক মাতান। তার সঙ্গে মঞ্চে ছিলেন বালকিস, রহমা রিয়াদ ও মানাল।