বি.চিত্র ডেস্ক
পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন পরামর্শক হিসেবে ‘কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন’ নামক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মাকসুদুর রহমান পাটোয়ারী জানান, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পদ্মা সেতুর নদী শাসনের কাজটি পেয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৮৩ কোটি ১৫ লাখ টাকা।
তিনি আরো জানান, মূল সেতু নির্মাণ ও নদী শাসন চলাকালীন ও নির্মাণ-পরবর্তী এক বছর তদারকির দায়িত্ব প্রতিষ্ঠানটি পালন করবে। পরামর্শক নিয়োগ প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে।
বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো হলো- খুলনা পানি সরবরাহ প্রকল্পের এডিবি অংশের ডিস্ট্রিবিউশন পাইপ নেটওয়ার্ক নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ, বেলারুশ থেকে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি, পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) প্রকল্প বাস্তবায়নে ‘মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’কে নিয়োগ এবং যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদীর উপর ৬৯৭ মিটার দীর্ঘ ও মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০১ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজে ঠিকাদার নিয়োগ।