খুজদার থানা পুলিশ পাকিস্তানের গণমাধ্যমে ডনকে জানিয়েছেন, বিস্ফোরকটি ওই এলাকায় রাখা একটি মোটরসাইকেলে পাতা ছিল। সেটি বিস্ফোরণের পর আহতদের খুজদারের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।