ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ করছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে ৯ বার ক্ষেপণাস্ত্র হামলা করেছে পুতিন বাহিনী, এমন দাবি ইউক্রেনের। অন্যদিকে রাশিয়াকে ঠেকাতে সদাপ্রস্তুত ইউক্রেনের সেনারাও। পশ্চিমা সহায়তায় অস্ত্র আর গোলাবারুদ নিয়ে মাঠে থাকছেন ইউক্রেনীয় সেনারা। যুদ্ধে প্রায় এক বছর হতে চললেও কোনো পক্ষ থেকেই থামার ইঙ্গিত নেই।