চলুন জেনে নেই বাকি দলগুলোর কোনটি কত টাকা পেয়েছে—
৪র্থ স্থান (মরক্কো) : ২৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।
৫ম-৮ম স্থান (নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ড) : প্রতিটি দল পেয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা)।
৯ম-১৬তম স্থান (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, সেনেগাল, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড) : প্রতিটি দল পেয়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি)।
১৭তম-৩২তম স্থান (ইকুয়েডর, কাতার, ইরান, ওয়েলস, মেক্সিকো, সৌদি আরব, তিউনিসিয়া, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, কোস্টারিকা, বেলজিয়াম, কানাডা, ক্যামেরুন, সার্বিয়া, ঘানা) : প্রতিটি দল পেয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি)।