তিনি বলেন, ক্রোয়েশিয়ার সঙ্গে কী অসাধারণ খেলল আর্জেন্টিনা। কী অসাধারণ খেললেন মেসি। কী দারুণভাবে আলভারেজকে গোল বানিয়ে দিয়ে গোল করালেন। আমার বিশ্বাস এই আর্জেন্টিনা ট্রফি নেবেই।