মাঝমাঠে সৃষ্টিশীলতার লড়াইটা হবে ফ্রান্সের আঁতোয়া গ্রিজমান ও আর্জেন্টিনার এনজো ফার্নান্দেসের মধ্যে। মূলত ফরোয়ার্ড হলেও কাতার বিশ্বকাপে ‘ফ্লোটিং মিডফিল্ডার’ হিসাবে দুর্দান্ত খেলছেন গ্রিজমান। ফ্রান্সের গতিময় ফুটবলের চালিকাশক্তি তিনিই। গোলের সুযোগ তৈরির পাশাপাশি প্রয়োজনে রক্ষণেও সহায়তা করছেন গ্রিজমান। আর্জেন্টিনার হয়ে ঠিক একই ভূমিকায় আছেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। দুজনের লড়াইয়ে যিনি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারবেন, তার দলই রাজত্ব করবে ম্যাচে।