জানা যায়, হাইকোর্ট এসংক্রান্ত রিটের নিষ্পত্তি করে রায় দেন। তাতে বিমানের অনুমোদিত জনবল কাঠামোর মধ্যে তখন যে ৬০৮টি শূন্য পদ ছিল, সেসব পদে রিট আবেদনকারীদের বিজ্ঞাপন দিয়ে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই নির্দেশ না মানায় বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চার কর্মকর্তাকে তলব করেন আদালত। এরপর বিমানের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময় চাওয়া হয়। আদালত ৯৭ দিন সময় দেন। এরপর আরও এক দফা সময় নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বিমান আদালতের নির্দেশ পুরোপুরি মানেনি। ৬০৮টি পদের মধ্যে মাত্র ১৬০ জনকে নিয়োগ দেওয়া হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে আটটি আবেদন করেন ১৫০ জন কর্মী, যা এখন আদেশের অপেক্ষায় আছে।